ভোলায় রেকর্ড ছুলেন পেঁয়াজের দাম ১৬০ টাকা

টিপু সুলতান#
হঠাৎ করে ভোলার বাজারে পেঁয়াজের দাম আবারও বৃদ্ধি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালনার পরেও মাস না পেরোতেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়ে দারিয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা। পাইকারি ও খুচরা উভয় বাজারে পিয়াজের দাম আরো বেড়েছে। পাইকারি বাজারে পিয়াজের কেজি এখন ১৪০ থেকে ১৫০ টাকা। আজকে ভোলা শহরের কয়েকটি পাইকারি বাজার ও খুচরা বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বাজার যাচাই করে জানা যায়, ১৫ দিনে শেষও বাজার আসেনি ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম কিছুটা বেশি যেমন চিনি ৫৫ – ৬০ টাকা,মসারি ডাল ৫৫-১১০ টাকা, ছোলা ৭৫ – ৮০ টাকা,চাল ২৮-৪৫ টাকা,সয়াবিন তেল ৭৫-১০০ টাকা, কিন্ত ডিমের দাম অনেকটা স্বাভাবিক রয়েছে।
পাশাপাশি সাধারন ভোলার জনগন মধ্যে চরম ক্ষোভের বহিঃপ্রকাশ রয়েছে এখনি প্রশাসন মাঠে না আসলে আরো বড় ধরনে সমস্যা আসতে পারে বলে মনে করেন অনেকই।

SHARE