ভোলা টু মনপুরা গ্রীনলাইন চালুর দাবী

মনপুরা প্রতিনিধি#
ভোলা জেলার অন্যতম একটি উপজেলা দ্বীপমনপুরা,যেখানে ভোলা টু মনপুরার যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থায় । মনপুরা সফর মানেই, দিনের বেলা শেষ হয় রাতের আঁধার। ভোলার সাথে যোগাযোগ করতে হলে অন্য উপজেলা তজুমদ্দিন হয়ে নৌ-যোগে জীবনের যুকি নিয়ে ভোলা থেকে মনপুরা পৌঁছাতে প্রায় ৬ ঘন্টা লাগে। অন্য ঢাকা থেকে ফেরার পথে তাসরিফ বা ফারহান লঞ্চটি যখন ভোলায় ঘাট করে তখন বাজে রাত ১ টা, ঐ সময় জীবনের ঝুঁকি নিয়ে ভোলা টু মনপুরা উদ্দেশ্য রওয়ানা অতি কষ্টের।

এদিকে ভোলা টু ঢাকা গ্রীন লাইন শুনার পর থেকেই মনপুরা বিশিষ্টজন ও সাধারণ মানুষ মনে করে ভোলা টু মনপুরা গ্রীনলাইন হলে যোগাযোগের দূরআবস্থা কাটে যাবে অনেকটাই ।।

মনপুরার যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসছে বিস্তারিত…..

SHARE