ভোলায় পাওয়া গেল ১০ জনের লাশ

মনজু ইসলাম/ মাসুদ রানাঃ
ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র ঝড়ের কবলে পড়ে মেঘনার ইলিশা পয়েন্টে ২৪ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। পুলিশ ও কোষ্টগার্ড ১৪ জেলেকে উদ্ধার করলেও আজ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত কালের একজনসহ মোট নিখোজ ১০ জনের লাশ পাওয়া গেলো। তবে সদর থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন ডুবার পর ট্রলারটি স্রোতে মেহেন্দিগঞ্জ উপজেলায় নিয়ে গেছে। গত ২ দিন ধরে কোস্টগার্ড ডুবন্ত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
আজ রাত ৯ টায় ইলিশা নদীর মেহেন্দিগঞ্জ পয়েন্টে থেকে ট্রলারটি উদ্ধার করেন কোষ্টগার্ড। উদ্ধারকৃত ডুবন্ত ট্রলারের নিছ থেকে মৃত ৯ জনের লাশ পাওয়া গেছে। এদিকে উদ্ধারকৃত লাশের প্রত্যেকের বাড়ি চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

SHARE