ধেয়ে আসছে বুলবুল,মির্জাগঞ্জে আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ

ক্রমশই উপকুলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল।মোকাবেলায় প্রস্তুত রয়েছে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন। লোকজনের নিরাপদ আশ্রয়ের জন্য ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৭ হাজার মানুষ নিয়েছে। অনেকে আশ্রায়কেন্দ্রে আসার প্রস্তুতি নিচ্ছেন।

১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় চরাঞ্চলের ঝুঁকিপূর্ন এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে জোড় চেষ্টা করা হচ্ছে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে লোকজনদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানিয়েছেন, উপজেলায়৪২ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে।৭ হাজারে মতো মানুস আশ্রয় কেন্দ্রে আবস্থা নিয়েছে। কয়েকটি মেডিকেল টিম প্রস্তু রয়েছে।
# মোঃ সোহাগ হোসেন মির্জাগঞ্জ,পটুয়াখালী

SHARE