ভোলার সড়কে লিপলেট হাতে জনতার এসপি কায়সার

মনজু ইসলাম/টিপু সুলতানঃ
ফের সড়কে ভোলার জনতার এসপি সরকার মোহাম্মদ কায়সার। সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে পথচারীসসহ সকলকে সচেতন করতে লিফলেট হাতে তিনি নিজেই রাস্তায় নেমে আসেন। এসময় মোটরবাইক চালক থেকে সুরু করে পথচারিরা দাড়িয়ে পুলিশ সুপারের কথা শুনেন এবং তার দেয়ে লিফলেট গ্রহন করেন।
সড়ক পরিবহন আইন-২০১৮ এর সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ভোলার সকল শ্রেনীর মানুষদের নতুন এ আইনের উপকারিতা ও কার্যকারীতা তুলে ধরেন জনবান্দব পুলিশ সুপার মোহাম্মদ কায়সার।

এ সময় ভোলা শহরের বিভিন্ন পয়েন্টে গাড়ি চালক ও হেলপারদের মধ্যেও এ লিফলেট বিতরণ করা হয়। নিধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো যাবে না। গাড়ি চালনার আগে সকল প্রকার কাগজপত্র সাথে রাখতে হবে।

SHARE