ভোলায় বিপ্লবসহ তিন জনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

ভোলা প্রতিনিধি।।
ভোলায় ধর্ম অবমাননার দায়ে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্ৰেপ্তার হওয়া বিপ্লব চন্দ্র বৈদ্য শুভসহ তিন জনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। গতকাল বুধবার রাতে আদালতে হাজির করার পর বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোমায়েনুল হক জানান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এর আদালতে বুধবার রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, হ্যাকার রাফসান ইসলাম শরীফ এবং মোঃ ইমনকে রিমান্ড শেষে হাজির করা হয়। এসময় আদালতের বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, আমরা আসামিদের পক্ষে জামিনের আবেদন করেছি। আগামী রোববার
(৩ নভেম্বর) শুনানি হলে আমরা আসামিদের জামিন পাব বলে আশা করি। কারণ ইতিমধ্যে পুলিশ নিশ্চিত করেছে যে বিপ্লবের আইডিটি হ্যাক হয়েছে। সেই মর্মে আমরা গত ১৮ অক্টোবর বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। সুতরাং আমি মনে করি বিপ্লবের জামিনে আর কোনরকম আইনগত বাধা থাকবে না।

SHARE