মুসলমানেরা সংর্ঘবদ্ধ থাকতে হবে – ভোলায় মুসলিম ঐক্য পরিষদ

শহর প্রতিনিধি#
ভোলাসহ সারা বাংলাদেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন মুসলিম ঐক্য পরিষদের নেতা মাওঃ তাজউদ্দীন ফারুকী। এ সময় তিনি মুসলিম ঐক্য পরিষদ মুসলমানদের হক ও ন্যায দাবী আদায়ে কথা বলে। দেশের মুসলমানদের নিরাপদ থাকতে হলে দলমত ও বিবেধ ভূলে গিয়ে সবায়কে ঐক্যবদ্ধ ভবে থাকার বিকল্প নেই।

উল্ল্যখ ভোলার বোরহানউদ্দিনের লোমহর্ষক ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান করার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তারা আমাদের আবেদন নামঞ্জুর করায় শান্তি শৃখলা রক্ষার জন্য আজকের দোয়া মাহফেল স্থগিত করলাম। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।

এর আগে ২৫ তারিখ সকল প্রকার সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন। ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে অনুমতি চাওয়ার দরখাস্তটি না মঞ্জুর করে একটি লিখিত আদেশ জারি করেন।

এই ঘটনায় গতকয়েক দিন থেকে ভোলায় চরম উত্তেজনা বিরাজ করলেও সভা স্থগিতের এ খবরে জনমনে অনেকটা শান্তি ফিরে আসে

SHARE