ভোলায় ১১-২০গ্রেড সরকারি কর্মচারীদের জেলা কমিটি গঠন

জে এম ফিরোজ#
বেতন বৈষম্য,নিয়োগবিধি সহ ৬ দফা দাবী আদায়ে সারা বাংলাদেশ ১১- ২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীরা একের পর এক কর্মসূচি গ্রহনের লক্ষ্যে জেলায় জেলায় আহবায়ক কমিটি গঠন করেছেন।

এ দিকে ভোলা জেলায়ও ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির, আহবায়ক হয়ে নির্বাচিত হন মোঃ জামাল উদ্দিন টিটু(পরিবার পরিকল্পনা বিভাগ) এবং সদস্য সচিবের দ্বায়িত্বপ্রাপ্ত হন মোঃ জামাল( প্রাথমিক শিক্ষা বিভাগ)।

নবগঠিত আহবায়ক জামাল উদ্দিন জানান, সরকারি চাকুরিজীবীদের সঠিক দাবী আদায়ে ভোলার সকল কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন এ দাবী আদায়ে মানবতার মা তথা প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন ও থাকবেন। অন্যদিকে
ইতোমধ্যে সারা বাংলাদেশে জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বারকলিপিও প্রদান করা হয়েছে।

পাশাপাশি সকল ১১-২০ গ্রেডের সরকারিজীবীরা আশা করেন, নবগঠিত কমিটি ভোলা সহ সারা বাংলাদেশে আলোরন সৃষ্টিকরে ন্যাযদাবী আদাই বিশেষ ভূমিকা রাখবেন।

SHARE