ভোলায় কলেজ ছাত্র নিখোঁজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুলজব্বার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ ফয়সাল আহম্মেদ (১৭) নিখোঁজ হয়েছেন। গত ০৬-১০-১৯ ইং তারিখ বিকালে কলেজ থেকে বাড়িতে ফেরার সময় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজ ছাত্র ফয়সালের বাবা মোঃ ফারুক বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করেন। যাহার নং ২৬৮, তাং ০৭-১০-১৯ ইং। নিখোঁজ ছাত্র‘র বাবা মোঃ ফারুক আহম্মেদ মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিখোঁজ হওয়া ফয়সাল, দৌলতখান উপজেলার, দক্ষিন জয়নগর গ্রামের মোঃ ফারুক আহম্মেদ এর ছেলে। নিখোঁজ ফয়সালের বাবা ফারুক আহম্মেদ বলেন, আমার ছেলে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। গত ০৬-১০-১৯ ইং তারিখ সকালে কলেজে যায়। কলেজ থেকে দুপুরে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দেয়। দুপুর ২ টার মধ্যে বাড়িতে না আসলে তাকে বিভিন্ন আত্মিয়দের বাড়িতে খুঁজতে থাকি। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু নিখোঁজ হওয়া ফয়সাল তার মাকে মোবাইল ফোনে বলেন আমি আল্লাহর কাজে চলে আসছি, আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। এ কথা বলে মোবাইল ফোনের লাইনটি কেটে দেয়। পরে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তার কথা শুনে তার মা অজ্ঞান হয়ে যায়। আমার একমাত্র নিখোঁজ হওয়া ছেলেটি খুঁজে পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। তিনি আরো বলেন, তার ছেলেটি কোথায়ও খুঁজে পাওয়া গেলে এই নাম্বারে ০১৭২০-২৫-৬৫-২৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। নিখোঁজ হওয়া ছেলেটির বর্ননাঃ গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখ মন্ডল লম্বাটে, ডান গালে ১টি তিলা, ডান পায়ের তালুতে একটি কাটা চিহ্নি আছে।

SHARE