ভোলায় বিশ্ব পর্যটন দিবস পালিত

অর্জুন চন্দ্র দে #
“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অাজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভোলায় রেলি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় ভোলার অতিরিক্ত জেলা পশাসক(সার্বিক) মৃধা মোঃ মুজাহিদুল ইসলামের নের্তৃত্বে শুরু হওয়া রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে যাত্রা করে শহরেরর মূল শরক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় রেলিত অারো অংশ গ্রহন করেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহামুদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অাবদুল্লাহ অাল মামুন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট দলও রেলিতে অংশগ্রহন করেন।

রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শরু হয় এক অালোচনা সভা। সকাল ১০ টায় শুরু হওয়া অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মুজাহিদুল বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত অামাদের দেশেও পর্যটন শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এ শিল্পে বহু কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে জনাব সাফিন মাহামুদ বলেন, অামরা অামাদের পর্যটন শিল্পের সৌন্দর্যকে বিশ্বের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই বিশ্ব পর্যটকগণ অামাদের দেশে এসে সাচ্ছন্দ বোধ করবে

SHARE