ভোলার একজন মানবতাবাদি জজের বিদায়

বিশেষ প্রতিনিধিঃ
চাকুরি জীবনে বদলি এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আতোয়ার রহমানের বিদায়ে ক্ষতি গ্রস্থ হলো পুরো দ্বীপজেলার বিচার প্রার্থী মানুষ। ভোলার এলিট সমাজ বলছেন একজন মানবতাবাদি জজের বিদায়। অসহায় বিচার প্রার্থীরা বলছেন একজন গরিবের জজের বিদায়। বিচার প্রার্থী ছকিনা বিবি বলছেন আমগো জজের বিদায়। একেক জন এক এক ভাবে বললেও সবার কথা হচ্ছে ভোলা থেকে একজন ভালো মানুষের বিদায় যেন ভোলার বিচারাঙ্গনে নীরব শোক বয়ে গেছে। বিচার পার্থীদের সাথে কথা বলে প্রায় বাদী বিবাদি সকল পক্ষের একই মতামত পাওয়া গেছে। বিচার চাইতে আসা পৃথিবীর সর্ব দক্ষিণের জনপদ বাংলাদের দক্ষণির জেলার সাগর পাড়ের গৃহবধু ছকিনা বলেন, যেখানেই যাক জজ সাহেব ভালো থাকুক। আল্লাহ স্যারার মাধ্যমে আমার সংশার বাচাইছে স্যারকেও আল্লাহ হাজার বছর বাচিয়ে রাখুক। স্যার প্রতিটি বিচারের দিন আমার কথা ও আমার আসামীর কথা শুনে আমাদের সংসারটি ঠিক করে দিয়েছে। প্রথম প্রথম খারাপ লাগলেও পরে দেখলাম স্যার ফেরেস্তার তুল্য কাজ করেছেন। এমন কথা সুধু ছকিনা বিবির নয় ভোলয় বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আসা হাজারো বিচার প্রার্থীর।
আতোয়ার রহমান ভোলার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ থেকে বদলি হয়ে গোপালগঞ্জের জেলা জজ হয়েছেন। বড় স্টেশন পেয়েছেন পক্ষান্তরে ভোলা দ্বীপের অসহায় বিচার পার্থীরা হারিয়েছেন একজন সৎ ও আদর্শ বিচারক। একজন তরুন আইনজীবি বলেছেন তিনি আমাদের জজ ছিলেন না তিনি ছিলেন আমাদের শিক্ষক। তরুণ এই আইনজীবীর মতামত সহ আতোয়ার রহমানকে নিয়ে বিস্তারিত আসছে ভোলা নিউজে সাথে থাকুন……

SHARE