বাতিল হলো সদর ঘাটে ইজারা প্রথা, চার্জ ও শুল্ক মুক্ত হলো মালামাল

রোকন উদ্দিনঃ-
সদরঘাটের ইজারা প্রথা বাতিল করা হয়েছে,যাত্রীরা নিজে বহনযোগ্য কোন মাল #কুলি রা ধরতে পারবেনা, যাত্রী বহনযোগ্য কোন মালামালের জন্য চার্জ/ শুল্ক দিতে হবেনা সদরঘাটে।

বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক, ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা – এ, কে, এম আরিফ উদ্দিন স্যার Ekattor tv লাইভ অনুষ্ঠানে বলেছেন সদর ঘাটের ইজারা প্রথা বাতিল করা হয়েছে। যাত্রীরা নিজে বহনযোগ্য কোন মাল কুলি রা ধরতে পারবেনা, যাত্রী বহনযোগ্য কোন মালামালের জন্য চার্জ/ শুল্ক দিতে হবেনা সদরঘাটে, আরো বলেছেন দ্রুতই সদরঘাটের শৃঙ্খলা ফিরে আসবে।

ঢাকা সদরঘাটে যেকোনো যাত্রী হয়রানির জন্য হটলাইন চালু করেছে বিআইডব্লিউটিএ’।
সদরঘাটে যেকোনো সমস্যা হলে দ্রুত এই দুইটি নাম্বারে ফোন দেবেনঃ
01304004003
01304004006

ঢাকা পুরো সদরঘাট ৩২ টি সিসি ক্যামেরার আওতাধীন, কর্মকর্তারা জরুরী কাজে অফিসে না থাকলেও এগুলো মোবাইলের অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, এমন হওয়া উচিত বাংলাদেশের সরকারি অফিসারদের। সদর ঘাটে এ প্রথা চালু করায় সাধারণ জনগন ধন্যবাদ জানিয়েছেন কর্মকর্তা Arif Hasnat স্যারকে
এবং যাত্রীগন আশা করেন হয়রানিমুক্ত হবে সদরঘাট।

SHARE