একেই বলে গরিবের মেয়র রফিকুল ইসলাম

মাসুদ রানাঃ
সকল অফিস আদালত বন্ধ। বোহানউদ্দির পৌরসভার সামনে হাজার খানেক মানুষের জটলা। আমাদের ভোলা নিউজের গাড়ি একটু থামিয়ে জানার চেষ্টা করলাম কেন এতো মানুষের ভীড়? উত্তরে হনুফা বিবি বললো আঙ্গ মেয়র চাইইল দিতাছে। একটু সামনে এগুতেই দেখা হলো মেয়রের সাথে। ক্লান্তিহীন মেয়র জেলেদের বিশেষ বরাদ্ধের চাল দিচ্ছেন আমাদের দিকে যেন তাকানোর কোন সময় নেই। ৪৫ মিনিট দাড়িয়ে থাকার পর আমাদের দেখে এগিয়ে এলেন মেয়র। এতক্ষণ পর্যন্ত দেখলাম বড় এক বস্তার সাথে ছোট এক বস্তা চাল নিজ হাতে তুলে দিচ্ছেন গরিবের মেয়র রফিকুল। পাশে থাকা আবু মাঝি বললেন মেয়র সাহেব আমাদের মোট ৭০৫ জনরে ৪৫ কেজি করে চাল দিয়েছে। শুক্রবার বন্ধের দিনেও চাল দেয় মেয়র? এমন প্রশ্নের জবাবে আয়ুবআলী বলেন, শুক্রবার কেন যেকোন দিনে বা রাতের ১ টায়ও মেয়রের কাছে গেলে পাওয়া যায় আমাদের মেয়রকে। শুধু পৌরবাসি নয় গ্রামের কোন মানুষও যদি অসময়ে মেয়রের কাছে আসেন তাতেও তিনি বিরক্ত না হয়ে সব কথা মনোযোগ দিয়ে শুনে কার্যকরি সমাধানদেন ধৈর্যশীল মেয়র রফিকুল ইসলাম।
সাধারন মানুষের কথা শুনে মেয়রের কাছে যেতেই দেখলাম এলাকার মুরব্বিদের নিয়ে একটি মিমাংশায় বসেছেন যায়গা জমির ভেজাল নিয়ে, সেখানেও মানবিকতার ছাপ দেখলাম। দলমতের উর্ধ্বে উঠে সিদ্ধান্ত দিলেন মেনেও নিলেন দুই পক্ষ। বোরহানউদ্দিনে বন্ধের দিনে মেয়রের কর্ম ব্যাস্ত দিন দেখে মনে হলো প্রতিটি মেয়র চেয়ারম্যান যদি মেয়র রফিকুল ইসলামের মত হতো তাহলে হয়তো আমরা পেতাম ক্ষুদা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ।

SHARE