ভোলা নিউজ অফিসে মিন্নি’র মামলার তদন্তকারী কর্মকর্তা

টিপু সুরতানঃ
হঠাৎ করেই ভোলা নিউজ অফিসে এসেছেন বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির। ঘন্টা ব্যপি বৈঠকে রিফাত হত্যা তদন্ত কারি কর্মাকর্তার সাথে ভোলা নিউজ সম্পাদক এ্যাড ভোকেট মনিরুল ইসলামের সাথে মিন্নিকে আসামি করা নিয়ে খোলামেলা আলোচনা হয়। ওঠে আসে নয়ন বন্ডসহ মিন্নি ও রিফাতের চাঞ্জল্যকর সব তথ্য। মিন্নিকে পুলিশ আসামী না করলে রিফাত হত্যা মামলা আজীবন অন্ধকারেই থেকে যেতো। এতো দ্রুত চার্জশীট তো দুরের কথা মামলার আইনগত অনেক ত্রুটিই থেকে যেতো তদন্তে। মিন্নি নয়ন বন্ডের বৈধ স্ত্রী বলেও মামলার তদন্তে উঠে এসেছে। বরগুনার মাদক ও এমপি পুত্রের যত অভিযোগ সম্পর্কেও অনেক কথা বলেছেন বরগুনা থানার ওসি তদন্ত। এমপির বিরুদ্ধে যত অপপ্রচারের জন্য বরগুনার দলীয় গ্রুপিংকে দায়ী করলেন এই তদন্তকারী কর্ম কর্তা। ভোলা নিউজের এক প্রশ্নের জবাবে বলেন, বরগুনার বর্তমান পুলিশ সুপারের মত একজন নিবেদিতপ্রাণ সৎ পুলিশ অফিসার এই মামলার সুপারভাইস করেছিলো বলেই প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অতন্ত দ্রুত সময়ের মধ্যে এই চার্জশীট দেয়া গেছে।
মিন্নির মামলার তদন্তে দ্রুত অগ্রগতির জন্য মিডিয়াকেও ধন্যবাদ দেন এই মেধাবী ও সৎ পুলিশ অফিসার ওসি হুমায়ুন কবির।

SHARE