ভোলার মনপুরায় জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষন পেলেন ২৫ কিশোর-কিশোরী

ভোলা প্রতিনিধি ॥
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষন পেলেন ২৫ কিশোর-কিশোরী। এর সকলেই কিশোর-কিশোরী ক্লাবের সদস্য।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) প্রকল্পের আওতায় কিশোর-কিশোরী ক্লাবের দলনেতাদের অংশগ্রহনে গত (৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর) পর্যন্ত মনপুরা হাজিরহাট ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজিরহাট ইউনিয়ন পরিষদ এর সচিব মো: আলম। প্রশিক্ষন কোর্স পরিচালনা করেন সুবীর কুমার সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন- আইইসিএম প্রকল্পের প্রাগাম অফিসার মো: ইউনুছ সুমন,সমাজকর্মী মো: অরিফ হোসেন পিআর এডুকেটোর সাবিয়া মিম ও রাজু প্রমুখ।
সমপনী দিনে বক্তারা বলেন,জীবন-দক্ষতাভিত্তিক শিক্ষা কিশোর-কিশোরীকে আত্মসচেতন ও আত্মবিশ্বাসী হতে,তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহনে,সূক্ষ্ম ও সৃজনশীল চিন্তা, কার্যকর যোগাযোগ সৃষ্টিতে,সুস্থ সম্পর্ক গড়তে,অন্যের প্রতি সহমর্মী হতে এবং চাপ ও আবেগ মোকাবিলায় সমর্থ করে তোলে। ফলে কিশোর-কিশোরীরা ইতিবাচক আচরণ আত্মস্থ করার মাধ্যমে নিজেকে দক্ষ ও বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। জীবন-দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ ও নিরাপদ থাকতে এবং সঠিক ও ইতিবাচক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। প্রশিক্ষনে জীবন দক্ষতার উপাদান, জেন্ডার,বাল্য বিয়ের কুফলওঅইন,যৌতুক প্রতিরোধ সহ নানা বিষয়ের উপর দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষন প্রদান করা হয়।

SHARE