ভোলায় জেলা প্রশাসনের নাকের ডগায় বিএনপি নেতার সরকারি জমি দখল

মাসুদ রানাঃ

ভোলা সহরের প্রাণ কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যলয়ের নাকের ডগায় সরকারি বালক বিদ্যালয়ের সামনের মেইন সড়কে সরকারি জমি দখল করে তাতে পাকা ভবন নির্মান করছে বিএনপি নেতা। ইট বালি রডের ঘর নির্মান কললেও এ্যাসিল্যান্ড বলছে টিনের ঘরে বাশের বেড়া দিচ্ছে। এতে ভোলার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি  হয়েছে। দৌলতখান উপজেলা যুবদল সভাপতি সুমন খান সরকারি এ জমি দখল করছেন বলেও দাবি জানিয়েছেন ভোলর সংখ্যালঘু নেতারা।

সরে জমিন জানা যায়,  ২১ নাম্বার খতিয়ানের ৫৫৫৪,৫৫৫৫,৫৫৫৬,৫৫৬৪ দাগের বাপ্তা মৌজার ৩৬ শতাংশ ভূমি ভিপি তালিকা ভূক্ত। সরকারের অর্পিত সম্পত্তির আইনে মূল মালিক মামলা দায়ের করিলে আদালত তাদের পক্ষে অবমুক্তির রায় প্রদান করে। বিধি মোতাবেক সরকার পক্ষ আপিল দায়ের করে যাহা এখনো বিচারাধীন। বিচার চলাকালিন উক্ত সম্পতির বিধি মোতাবেক সরকারি সম্পতি যাহার পূর্ণ তদারকির দায়িত্ব জেলা প্রশাসকের। একটি কুচক্রি মহল এসি ল্যান্ড কতৃক অনুমতি নিয়াছে বলিয়া ঈদুল আজহার দীর্ঘ ছুটির ফাঁকে নির্মান কাজ শুরু করে যাহা বর্তমানে ও চলমান। এ ব্যাপারে এসিল্যান্ডকে জিজ্ঞাসাবাদ করিলে তিনি বলেন”, বাঁশ কাঠ দিয়ে সংস্কার করছে”। তাহাকে পাকা ভবনের কথা জানালে ও তিনি কার্যকরি ব্যাবস্থা নেননি বলেও জানিয়েছেন ভুমি মালিক সুদির কুমার সিনহাগংরা। উলেখ্য যে, উক্ত ভিপি সম্পত্তির মালিক সুধীর কুমার সিনহা ও অধীর কুমার সিনহা। পেশাগত দায়িত্বে ঢাকায় বসবাস করে। এ ধরনের অন্যায় ও অবৈধভাবে ভিপি সম্পতির দখলে সংখ্যালগুদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অনতি বিলম্বে এই ভবন নির্মান বন্ধ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কমনা করেছেন।

SHARE