ভোলা সচেতন নাগরিক পরিষদ সম্পাদক সফিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা

মনজু ইসলামঃ ভোলা বাসিকে পবিত্র ঈদ উল আযহার শুখেচ্ছা জানিয়েছেন ভোলার সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। আজ এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি ভোলবাসিকে ত্যাগের মহিমায় উৎদ্ভাসিত হয়ে আগামির সকল অসংগতি দুর করে সকল গ্লানি মুছে ফেলে সুন্দর ভোলা বিনির্মানে সকলকে এক সাথে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার প্রত্যয়ের শপথ নিতে হবে বলেও আহব্বান জানিয়েছেন। বিশেষ করে বানিজ্য মন্ত্রী মহদয়ের সারা জীবনের কষ্টে অর্জিত শান্ত ভোলাকে কেউ অসান্ত করার দুর্সাহস দেখালে তা প্রতিহত করা হবে। এ ছাড়া ভোলায় ডেঙ্গু মোকাবেলায় নিরোলষ কাজ করে যাবে সচেতন নাগরিক পরিষদের প্রতিটি সদস্য। ভোলার মানুষের পাসে থেকে প্রতিটি দর্যোগ মোকাবেলা ই হোক সচেতন নাগরিক পরিষদের সকল সদস্যের ত্যাগের মহিমায় আজকের অঙ্গীকার।

SHARE