এবার ফিলমি স্টাইলে ৫ অপহৃত রাখালকে উদ্ধার করলেন ভোলার এসপি

মনজু ইসলামঃ
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার যোগদানের পর থেকেই পাল্টে যাচ্ছে ভোলার আইন শৃংখলার দৃশ্যপট। ডাবল মার্ডারসহ মাদক নিয়ন্ত্রনে অভুতপূর্ব সাফল্যের পর
এবার ফিলমি স্টাইলে উদ্ধার করেছেন অপহৃত ৫ রাখালকে।
৫ রাখালকে অপহরনের পর তাদের পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। পুলিশ সুপারের কাছে এই সংবাদ আসার পরেই তিনি নিজি দ্রুত তদারকির মাধ্যমে আজ ওসি এনায়েত হোসেন তাদের ১টি ট্ররারসহ লক্ষীপুর জেলার রামগতি থেকে উদ্ধার করা হয়েছে।
পৃলিশ সূত্রে জানাজায়,

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলা মহোদয়ের নির্দেশক্রমে মো: এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ, দৌলতখান থানা, ভোলা এর নেতৃত্বে এসআই মো: রিয়াজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় লক্ষীপুর জেলাধীণ রমগতী এলাকা হইতে অপহৃত ০৫ জন রাখাল সহ একটি ট্রলার অদ্য ইং ০৬/০৮/২০১৯ তারিখ উদ্ধার করা হয়। অপহরণকারীরা উক্ত অপহৃত ভিকটিমদের পরিবারের নিকট মুক্তিপন দাবী করিয়া আসিতেছিল বলিয়া উদ্ধারকৃত অপহৃত রাখালগন জানায়। উদ্ধারকৃত অপহৃত রাখালগন হল ১।মো: আলমগীর (২৭) ২। মো: রিপন (৩০), ৩। মো: রুবেল (২২), ৪। মো: ইউসুফ (৩০) ৫। নূর মোহাম্মদ নবু (৬০) । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।
এজকের এই উদ্ধারে ভোলর প্রতিটি মানুষ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন।

SHARE