চরফ্যাশনের কান্না দক্ষিণ আইচা মধ্য বাজার সড়ক

মিলি সিকদার,ভোলা:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য বাজার মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ দিকে যে রাস্তাটি রয়েছে তার বর্তমান অবস্থা বেহাল হয়ে পড়েছে। সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি।প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার পাঁচ থেকে ছয় হাজার মানুষের। এই রাস্তা দিয়ে মাদ্রাসার সাথে থাকা সরকারি সাব রেজিস্ট্রার অফিস ও চর মানিকা ইউনিয়ন ভুমি অফিস সহ চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যাতায়ত করে থাকে।
স্থানীয়দের অভিযোগ বিগত ১০ বছরের ও বেশি সময় ধরে এই রাস্তাটি বেহালদশায় পরে রয়েছে। মানুষ অসুস্থ হয়ে পড়লে তাত্ক্ষণিকভাবে আমরা নিতে পারি না হসপিটালে। রিক্স গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এরাস্তাটি। আমরা চাই অতি দ্রুত আমাদের এই রাস্তাটি মেরামত করা হোক। এই এলাকার স্থানীয় বাজার ব্যবসায়ী,
সাথে কথা বলে জানাযায়, রাস্তাটির বর্তমান যে অবস্থায় রয়েছে তাতে করে হুমকির মুখে রয়েছে, মদ্রাসা স্কুলে পড়ুয়া ছোট ছোট বাচ্চারা।যে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তাই কর্তৃপক্ষের এই রাস্তাটির দিকে নজরদারী করা খুবই জরুরী।
ভুক্তভোগীরা বলেন, জনদুর্ভোগ দুর করতে কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি যাতে করে রাস্তাটি জরুরি ভাবে সংস্কার করা হয়।

SHARE