ভোলা হবে গুজব ও সকল প্রকার অপরাধ মুক্ত শান্ত জেলা- পুলিশ সুপার

ভোলা প্রতিনিধি ঃ
ইভটিজিং,মাদক ও গুজবে রাহু থেকে দেশ দেশের মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তারই দ্বারা বাহিকতায় ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার গণসচেতনতা মুলক প্রচার প্রচারনা শুরু করেছে। বুধবার দুপুরে ভোলার নতুন বাজার চত্তরে একটি পথসভার মধ্যে দিয়ে তার সুচনা করেন। এ সময় তিনি জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং রোধ ও গুজবে কান না দেয়ার জন্য ভোলাবাসীকে অনুরোধ করেন। ভোলা হবে সকল প্রকার অপরাধ মুক্ত শান্ত জেলা উল্লেখ করে এই সময় তিনি এই ধরনের অপরাধী ও তার কুফলের বিষয় নিয়ে সবাইকে সতর্ক থাকার আহব্বান জানান। সভায় আরো বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ, উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর মডের থানার ওসি ছগির মিয়া, ডিবির ওসি মোঃ সহিদুল ইসলাম, টিআই মাসুদুর রহমান, টি আই ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ। অতিরিক্ত পুলিশ সুপুর সফিন মাহমুদ শান্তি প্রিয় ভোলা বাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভোলায় কোন প্রকার বড় ধরনের অপরাধ নেই ছোট খাটো বিচ্ছিন্ন কোন ঘটনা ছাড়া। আমার শান্তি প্রিয় ভোলা বাসির এই জেলায় কোন প্রকার গুজবের ভাইরাস ডুকতে দেবোনা এবং আমাদের নবাগত পুলিশ সুপার সরকার মহাম্মদ কায়সারের নির্দেশে ভোলাকে সকল প্রকার আপরাদ থেকে মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করবো ইন শা আল্লাহ। পরে নতুনবাজসহ শহর বাসির মধ্যে সচেতনতা মুলকক লিপলেটও বিতরণ করেন সরকার মোহাম্মদ কায়সার।

SHARE