গরিব অসহায় শিশুদের সেবায় ভোলার আলোচিত ডাঃ মাহামুদ রশিদ

মনপুরা প্রতিনিধিঃ-
এভাবেই গরিব অসহায় শিশুদের বিনামূল্যে চরঅঞ্চলে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন ভোলা মনপুরা অতিজনপ্রিয় ডাক্তার মাহামুদর রশিদ। প্রায় তার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে ঔষদ কিনে দেন মানুষের এই সেবক।

উল্ল্যখ, বছরের প্রথম থেকে একের পর এক নিজে মাঠে নেমে স্কুল,কলেজ,মসজিদ মাদ্রাসা,মন্দিরে জনসচেতনতামূল কর্মসূচি বাস্তবায়ন করেন, এমন কি পথ সভা করেও প্রচার প্রচারনা করেন রোগীদের হাসপাতালে এসে সেবা গ্রহন করতে।

নিজ উদ্যোগে ডাঃ মাহামুদ গরমে স্বাস্থ্যবার্তা, শীতেকালীন স্বাস্থ্যবার্তা, খাবার সচেতনতা, মাকে শিশুস্বাস্থ্য সচেতনা, পুষ্টি রোগী সচেতনতা, মৌসুমি ফলের গুরুত্ব, কিশোরী স্বাস্থ্য বার্তা প্রদানে এ বছর একের পর এক নানা ধরনের কর্মসূচী গ্রহন করেছিল বলে জানান মনপুরা নানা শ্রেনী পেশার মানুষ। শুধু তাই নয়, তিনি ব্যক্তিগত চেম্বারেও প্রায় বেশির ভাগ রোগী দেখেন বিনামূল্য এবং গরিবদের নিজের টাকায় ঔষদ ও কিনে দেন।

এ বিষয়গুলো নিয়ে জানতে চাইলে ডাক্তার মাহামুদর রশিদ বলেন,আমি এসব কাজ করি আল্লাহ সন্তুষ্টি অর্জন ও সরকারে সকল কার্যক্রম মানুষের কাছে পৌছাতে।

SHARE