ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মিলি সিকদারঃ-
মাছ চাষে গরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে । র‌্যালী শেষে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় ৷

পরে সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক এর সভাপতিত্বে উপজেলা উপজেলা মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ও বিশেষ অতিথি পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুস সালেহীন, বোরহানউদ্দিন যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মোঃ শাহ আলম প্রমুখ।

এসময় ইউএসএআইডির অর্থায়নে মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ডফিশের সহযোগিতায় কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্প তাদের নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করে ৷ তাছাড়া সরকারী-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকগণ, জেলে ও মাছ চাষীরা অংশগ্রহণ করেন ৷
পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করেন অথিতিবৃন্দ ৷

SHARE