মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বৈঠক আজ

বিশেষ প্রতিনিধিঃ-
রোহিঙ্গা পরিস্থিতি সরজমিন দেখা এবং এ নিয়ে আলোচনায় তিনদিনের সফরে ঢাকা এসেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণেই তার এই সফর। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মালয়েশিয়া বাংলাদেশের পাশে রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ এই সংকটের আশু সমাধান চেয়েছেন। মানবিক সহায়তা হিসেবে মালয়েশিয়ার একটি ফিল্ড হাসপাতালও কক্সবাজারে চালু রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরের প্রথম দিনে গতকাল ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসের অভ্যন্তরীণ একটি অনুষ্ঠানে যোগদান শেষে বিকালের ফ্লাইটে তিনি কক্সবাজার যান। আজ বিকাল অবধি তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাটাবেন। সেখানে মালয়েশিয়ার সরকার পরিচালিত ফিল্ড হাসপাতাল ও রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন ছাড়াও বাস্তুচ্যুতদের সঙ্গে মতবিনিময় করবেন।

SHARE