ভোলায় হজ্ব যাত্রীদের নিয়ে অন্যরকম প্রশিক্ষণ কর্মশালা

ইয়ামিন হোসেন;
মিকাত এয়ার ইন্টারন্যাশনাল হজ্ব এজেন্সির উদ্যােগে ভোলা হজ্ব ট্রুরস এন্ড ট্র্যাভেলস এর আয়োজনে ৬২ জন পুরুষ মহিলা হজ্ব যাত্রীদের নিয়ে একটি সময় উপযোগি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ভোলা শহরের ইলিশা সড়কের পাশে চিলি চাইনিজে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই সময় নবাগত হজ্ব যাত্রীদের ভিডিও চিত্রের মাধ্যমে বিভিন্ন নিয়ম কানুন দেখানো হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন মিকাত এয়ার ইন্টারন্যাশনাল এর পরিচালক হাজী জোবায়ের হোসেন, মফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলায়েত হোসেন, ভোলা হিসাবরক্ষণ অফিসের কর্মকতা আলহাজ্ব মোঃ ইউসুফ, ভোলা চিল্ড্রেন স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নাছির আহামেদপ্রমুখ।

হাজী জোবায়ের হোসেন জানান, চলতি মাসের ১৯ই জুলাই ১৬৬ জন হজ্ব যাত্রী আমাদের মিকাত এয়ার ইন্টারন্যাশনাল এর মাধ্যমে পবিত্র হজ্বের উদ্দেশ্য রওনা দিবে ইনশাআল্লাহ।
হজ্ব যাত্রীরা যানান, হজ্বের আগে এই প্রশিক্ষন তাদের নির্ভুল ও সহি সুদ্ধ ভাবে হজ্বের ফরজ ও সুন্নাত গুলো পালনে সাহায্য করবে। তারা মিকাত ইয়ার ইন্টারন্যাশনাল হজ্ব এজেন্সির মালিক জোবায়েরের প্রসংশা করে বলেন, এই এজেন্সি মালিক তাদের সাথে কোন প্রকার ছলচাতুরি তো দুরের কথা,মনে হয় প্রত্যেকটি হজ্ব যাত্রীকে একই পরিবার ভুক্ত করেছেন, মনেহয় আমরা একই পরিবারের ৬২ জন এক সাথে হজ্বে যাচ্ছি।

SHARE