মনপুরার কৃতিসন্তান ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হয়ে পদ উন্নতি

মনপুরা প্রতিনিধিঃ-
ভোলা জেলার প্রাকৃতিকরুপে ভরা দ্বীপ মনপুরা উপজেলার স্ব শিক্ষিত মাষ্টার পরিবারের বড় ছেলে মোসারেফ হোসেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হয়ে পদউন্নতি পেয়েছেন।

গত সোমবার এক ইমেল বার্তাও ওয়েভ সাইডে ইসলামী ব্যাংক এডঅফিস এ তথ্য প্রকাশ করেছে।মোসারেফ হোসেন বিগত ২০০৪ সালে প্রথম ইসলামী ব্যাংকে যোগদান করেন। তিনি মনপুরা ফৈজুদ্দিন ফকির হাটে এলাকার ঐতিয্যবাহী স্ব শিক্ষিত মাষ্টার পরিবারে কৃতিসন্তান।

তিনি ছোট বেলা থেকে বেশ মেধাবী ছাত্র হিসাবে পরিচিত হয়ে, ভালো ফলাফল অর্জন করেন।
তাহার পিতা মাষ্টার নিজামুল হক চাচা ছালেউদ্দিন মাষ্টার,বশির আহাম্মেদ মাষ্টার তাদের বড় ছেলে যেন দেশে অর্থিকখাতে আরো ভালো অবদান রাখতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে তাহাদের পারিবারিক সংগঠন মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মামুন নাহিদ ইসলামী ব্যাংকে ধন্যবাদ জানিয়ে বলেন,যোগ্যতার মূল্যায়ন সঠিক ভাবে করায় পদউন্নতি লাভ করেছেন আমার পরিবারের কৃতিসন্তান মোসারেফ হোসেন।

SHARE