নিজেস্ব প্রতিনিধিঃ-
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ২০১৯ খ্রিষ্টাব্দের এপ্রিল থেকে জুন পর্যন্ত মোট তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিকশিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অনুদানের চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা ৭ জুলাই পর্যন্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে অনুদানের টাকা তুলতে পারবেন।
স্মারক নম্বর:৫৭.২৫.০০০০.০০২.১০.০০৩.১৭-২৭৩