কবি ফয়েজ উল্যাহ মাহমুদের প্রকাশিত কবিতা”নারী নদী জল”

কবিঃ- ফয়েজ উল্যাহ মাহমুদ

নারী লাশের শরীর চুয়ে চুয়ে যে কবিতা ভেসে গেছে বুড়ীগঙ্গা হয়ে বঙ্গোপসাগরে
সে কবিতার আগরীয় ঘ্রাণে মাছেরা কেঁদেছিল জলসাঁতারে,
যতদূর লাশ ভেসেছে মাছেরা মায়ের সম্মানে রাতজেগে সাথে ছিল জলপাথারে,
মানুষেরা ভুলে যায় মা-মেয়ে-নারীর ইতিহাস
তাই অন্ধকার নেশায় রাতের বুকে খুন হয় কবিতারা
বুড়ীগঙ্গা, শীতালক্ষ্যা, বিজন উপত্যকার যৌণদ্বার বেয়ে নেমে আসে ধর্ষিত জলধারা
সে জল ও নদী নারীকে সম্মান দিতে কখনো ভুল করেনি

শুধু মানুষেরা ভুলে যায় জন্মের ইতিহাস, সব দায়;
আর দায়মুক্তির গুরুভার কাধে বয়ে যায় জল, নদী
বুকে কবিতারা ভেসে যায় নিশীথ অন্ধকারে…

কবিঃ- ফয়েজ উল্যাহ মাহমুদ
সহকারি শিক্ষক
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়।

SHARE