একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ায় শিওর ক্যাশের ৪ এজেন্ট আটক

ঢাকা প্রতিনিধিঃ-
রাজধানীর সরকারি কবি নজরুল কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে নির্ধারিত টাকার থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে শিওর ক্যাশের চার এজেন্টকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের ভিড় থাকায় কলেজের বাইরে থাকা শিওর ক্যাশের এজেন্টরা অতিরিক্ত টাকা দিতে বাধ্য করে শিক্ষার্থীদের। ভর্তির নিয়ম অনুযায়ী ৩ হাজার ৩১২ টাকা (সর্বোচ্চ কমিশন ৩০ টাকা) শিওর ক্যাশে জমাদানের মাধ্যমে পরিশোধ করতে হয়। কিন্তু কলেজ সংলগ্ন বাহাদুর শাহ পার্কের উত্তর পাশে থাকা শিওর ক্যাশের এজেন্টরা প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৪’শ টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছিলেন।

পরে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। এই বিষয়ে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, শিওর ক্যাশের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তির টাকা অতিরিক্ত নেয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে মুছলেখা দিয়ে অতিরিক্ত টাকা ফেরত দেয়ার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে এই ধরণের কর্মকা- করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।।

SHARE