ভোলার মৃত সমবায়কে জীবীত করলেন চেয়ারম্যন সিরাজুল ইসলাম খান

মনির আহমেদঃ
ভোলার মৃত সমবায়কে জীবীত করলেন ভোটের মাধ্যমে নির্বাচিত ব্যাকের চেয়ারম্যন সিরাজুল ইসলাম খান। নানা প্রকার দ্বন্দ্ব সংঘাতে জরজড়িত ভোলার মৃত প্রায় সমবায় ব্যাংকে মরা গরুর মত টেনে এতোদিন ভোলার ভেদুরিয়ার চেয়ারম্যান তাজল ইসলাম স্যার বাচিয়ে রাখলেও এখন ভরা যৌবনে ফিরিয়েছেন চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান।

খান সাহেব সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ব্যাংক ফিরে পায় তার পুরোনো যৌবন। নিয়মিত মাসিক মিটিং এবং জেলার আচল অবস্থায় পরে থাকা সমবায় সংস্থা গুলোকে ব্যাক্তিগত পরিদর্শন ও প্রনোদনার মধ্যমে ফের চাঙ্গা করেছেন বর্তমান চেয়ারম্যান। ভোলার মানুষ প্রায় ভুলতে বসা সমবায়কে আবার চিনতে শুরু করেছেন নতুন রুপে। ভোটের মাধ্যমে সমবায় ব্যাংকের চেয়ারমান নির্বাচিত হয়ে সকল পরিচালকদের সাথে সম্পর্ক গড়ে তুলে প্রথমে রুটিন ওয়ার্ক গুলো সেরে ফেলেন বর্তমান চেয়ারম্যান। এর পর সময় উপযোগি একের পর এক কর্মসুচি বাস্তবায়নের মাধ্যমে সময়বায় ব্যাংকে তার হারানো ঐতিহ্য ফিরে পায়। বর্তমান চেয়ারম্যানের একের পর এক সময় উপযোগী সিদ্ধানে বিনিয়োগ বারে দ্বীগুন হারে। হতাশ সমবায়ীগন ফিরে পান তাদের হারানো আস্থা। ভোলার সকল সমবায়সমিতি গুলোকে এক সুতোয় বাধতে নিরলস প্রয়াস চালিয়ে যাওয়ার ঘোষনাও দিলেন চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, তিনি ভোলা নিউজকে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ভোলার সমবায়সমিতি সহ সকল সমবায়ীদের মনমালিন্য দুর করে তাদের এক সুতোয় বাধার পচেষ্টা চালিয়ে তাতে সফলও হয়েছি। এতে করে সদস্যদের আস্থা ফেরাতে বেশি বেগ পেতে হয়নি। বর্তমানে ব্যাংক যে সরকারি আইন কানুনের মধ্যমে চলছে এভাবে আর কিছুদিন চালাতে পারলে ভোলার সমবায় ব্যাক হবে বাংলাদেশের একটি মডেল সমবায় ব্যাংক।

SHARE