গুলশান থানায় নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে রাজধানীবাসী। শনিবার শুরু হওয়া নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহের আজ চতুর্থ দিনেও রাজধানীর গুলশান থানার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। জানা যায়,‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯’ উপলক্ষে গুলশান থানার উদ্যোগে চলমান রয়েছে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ চলছে। অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে থানা এলাকার বাড়ী/স্থাপনা/প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংরক্ষণ ও সিআইএমএস এর মাধ্যমে এন্ট্রি নিশ্চিত করণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।থানার প্রতিটি বিটের বিভিন্ন স্থনে নাগরিক তথ্য সংগ্রহের বুথ স্থাপন করাসহ ফরম পূরনে সহায়তা করা, উঠান বৈঠক, মাইকিংসহ নানা ধরনের প্রচার অব্যাহত আছে। গুলশান থানার ইন্সঃ মো. আমিনুল ইসলাম(অপারেশন) বলেন, নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯ বাস্তবায়নের লক্ষ্যে আমরা গুলশান থানার উদ্যোগে প্রতিটি পাড়া মহল্লায় কাজ করছি। অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তার লক্ষ্যে বাড়ি, স্থাপনা, প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ ও সিআইএমএসের মাধ্যমে এন্ট্রি নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করছি। এ উপলক্ষে গত দুদিন বিভিন্ন থানা এলাকায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এসময় গুলশান থানার এসআই মো.জাকির হোসেন, মোশারফ, জমিস, কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিমূর্লসহ পুলিশের সেবা আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছাতে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯ আয়োজন করা হয়। নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ চলবে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত।

SHARE