বিশ্ব সেরা লিভার সার্জন রেলা’র ভালোবাসায় সিক্ত বাংলার ডাঃ আলআমিন

কুতুব শাহীনঃ
পৃথিবীর সেরা লিভার সার্জন অধ্যাপক মোহাম্মাদ রেলা’ এর ভালোবাসায় শিক্ত বাংলাদেশের তরুন ডাক্তার ভোলার ছেলে আল আমিন।
‘অধ্যপক মোহাম্মদ রেলা’ তিনি হাল সময়ের বিশ্বের সেরা লিভার সার্জন, ডাইরেক্টর রেলা ইনিস্টিউট এন্ড মেডিকেল সেন্টার।
অধ্যপক মোহাম্মদ রেলা রেকর্ড সংখ্যক ৪৫০০ টি লিভার মানুষের শরির থেকে কেটে আরেকজনের শরিরে প্রতিস্থাপন করেছেন। ৫ দিনের একটি শিশুর লিভার দলীয় প্রতিস্থাপন করেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের তরুণ মেধাবি ডাঃ আল আমিন তার বোন ক্যান্সারে আক্রান্ত রাবেয়া আফরোজ কে উন্নত চিকিৎসার জন্য গত ২২ মে ভারতের চেন্নাইয়ের “রেলা ইনিস্টিউট” এন্ড মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে গরিবের ডাক্তার খ্যাত ডাক্তার আল আমিনের সম্মানে ভারতের কেরালায় রেলা তার নিজ বাড়িতে ইফতার পাটির আয়োজন করেন। এই রেলার আতিথেয়তায় মুগ্ধ হন আল আমিন।
ভারত সফর নিয়ে ভোলা নিউজকে সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় ডাক্তার আল আমিন বলেন, পৃথিবীর সেরা একজন লিভার সার্জন আমার সম্মানে যা করেছেন তা আমার সারা জীবন মনে থাকবে। ভোলার গরিব আসহায়দের দোয়ার বরকতে আমি এই সম্মান পেয়েছি বলে আজ ভোলার মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডাঃ আল আমিন চিকিৎসা শেষে গত মঙ্গলবার বিকাল ৫ টায় বাংলাদেশে ফিরে আসেন।
গরিবের ডাক্তার আল আমিন ভোলার অসহায় রুগীদের সেবা দানের মাধ্যমে খুব অল্প দিনে তাদের প্রানের মানুষে পরিনত হয়েছেন।

SHARE