ভোলা হবে আদর্শ শিক্ষা নগরি—সফিকুল ইসলাম

মিলি শিকদারঃ
ভোলা হবে একটি আদর্শ শিক্ষা নগরি। ভোলার সচেতন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম আজ ভোলা কালেক্টরেট স্কুলের উদ্ভোধন কালে এ কথা বলেন। তিনি ভোলা নিউজকে বলেন,বর্তমান সরকারের আমলে ভোলায় অনেক গুলো সরকারী অনার্স কলেজ হয়েছে। যার ফলে ভোলার ছেলে মেয়েরা বাহিরের জেলায় না গিয়ে ভোলাতেই অনার্স মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন। খুব অল্পদিনের মধ্যে ভোলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় হবে এবং অতি দ্রুত ভোলায় মেডিক্যাল কলেজ হবে। টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের কাজ প্রায় শেষের দিকে। জননেতা তোফায়েল আহমেদের স্বপ্নের স্লিকন ভোলা হবে বাংলার অন্যতম আদর্শ শিক্ষা নগরী। তবে বর্তমানে ভোলার স্কুল গুলোতে বিজ্ঞানের ক্লাস আশানুরুপ হয়না এবং ব্যবহারিক ক্লাস না হওয়ায় জাতিয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে ভোলার ছাত্ররা ছিটকে পরছে। আশা প্রকাশ করে জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক বলেন, আজ উদ্ভোধন হওয়া জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকির নব নির্মিত ভোলা কালেক্টরেট স্কুল জেলার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপুর্ন অবদান রাখবে। কিন্তু দুখের বিষয় হলো ভোলা পৌরসভা তার বাসিন্দাদের জন্য কোন প্রকার একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেনি আজ যেটা জেলা প্রশাসক অন্য জেলার বাসিন্দা হয়েও আমাদের জন্য করেছেন। কোন প্রকার সেবা মুলুক হাসপাতালের ব্যাবস্থা করেননি পৌরসভা। পৌরবাসির জন্য সেবা মুলক কোন প্রতিষ্ঠানের ব্যাবস্থা না করে উল্টো এই পবিত্র রমজানে পৌরবাসির মানবিক সকল সেবা বন্ধ করে দিয়ে পৌরবাসিদের অবর্ণনীয় ভোগান্তি দিয়েছেন পৌর কর্মচারিরা, তিনি বিভাগিয় কমিশনা রাম চন্দ্র দাস এর কাছে এই সেচ্ছাচারী কর্মচারীদের বিচারের দাবীও জানান ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম সফি। তার দাবীর প্রেক্ষিতে পবিত্র রমজানে পৌরবাসিকে ভোগান্তি দেয়া ও সরকার বিরোধী কার্যকলাপের জন্য দায়ী সেচ্ছাচারী কর্মচারিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক ভোলাকে নির্দেশ দেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

SHARE