রমজানে সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা – জেলা প্রশাসক মাসুদ আলম

ইয়ামিন হোসেন

আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান এই উপলক্ষে ভোলার বাজারের ব্যবসায়ীরা কোন প্রকার সিন্ডিকেট করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।

সোমবার বিকালে ভোলা শহরে কাচা বাজার, কিচেন মার্কেট, মুদি বাজার, মুড়ি বাজারসহ বিভিন্ন বাজারের মূল্য ও দাম মনিটরিং করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার সকল বাজারে আমাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

কোন প্রকার সিন্ডিকেট করে দাম বৃদ্ধি নোংরা পরিবেশ, ভেজাল পণ্যে বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্যে বিক্রি করলে জেল এবং জরিমানা করা হবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক মাহামুদুর রহমান, সহকারী কমিশনার ভুমি কাওসার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

SHARE