ভোলার নিজাম হাসিনার স্টাফ আব্দুল হাই বাচতে চায়

জামিল হোসেনঃ
বাচতে চান ভোলার আব্দুল হাই। তিনি জটিল কিডনিজনিত রোগে আক্রান্ত। ভোলার সনামধন্য নিজাম হাসিনা পাউন্ডেশনে চাকরি করতেন তিনি। কিডনি নষ্ট হওয়ার পর যতদিন সুস্থ্য না হয়ে হাসপাতালে থাকবেন ততোদিন বেতন ভাতা চালিয়ে যাওয়ার কথা
থাকলেও দানবীর নিজাম হাসিনার চেয়ারম্যানের কাছে চিকিৎসার জন্য সহায়তা চাওয়ায় সেখান থেকে চাকুরিটা হারান বলে অভিযোগ রয়েছে। দেড় বছর ধরে আব্দুল হাই হাসপাতালে বেডে শুয়ে আছেন। তিনি এখন ঢাকার বঙ্গবন্ধু মেডিকাল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতালে মৃত্যুর দিন গুনছেন। তার স্ত্রী একটি কিডনি দিতে রাজি হন। কিডনি প্রতিস্থাপন ও ঔষুধ খরচের ১২লহ্ম টাকা একসাথে যোগার করতে না পারায় গত এক বৎসর যাবৎ কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হয়নি বলে তার পরিবার জানিয়েছেন। বরং কিডনি প্রতি স্থাপনের খরচ বাবদ মালের হাট এলাকায় তার বসতভিটে বিক্রি করে কিছু টাকা যোগার করলেও একসাথে পুরো টাকা যোগার করতে না পারায় সেই টাকা ডায়াগনস্টিকে টেস্টে টেস্টে শেষ। পরিবার ও নিজের চিকিৎসার চিন্তায় গত পনের দিন আগে আব্দুল হাই ব্রেন স্ট্রোক করেন।একদিকে কিডনি অন্যদিকে ব্রেন স্ট্রোক সব মিলিয়ে তার অবস্থার আরও অবনতি। দুনিয়াতে কেউ চিরকাল বাঁচবেন না তবুও টাকার জন্য হয়তো আব্দুল হাই’র অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন হবে।আল্লাহ অলোকিক শক্তি দ্বারা আব্দুলই কে বাচিঁয়ে দিবেন এই দোয়াই করছে ভোলার মানুষ ।তিনিও সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

SHARE