দৌলতখান উপজেলা সহ-ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

সোহেল মাহমুদ ।।
নিষেধাজ্ঞার সময়ে সরকারি অাইন মেনে দুই মাস নদীতে মৎস্য অাহরন করেনি, ভোলার দৌলতখান উপজেলার জেলেরা ইকোফিশ প্রকল্পের মাধ্যমে মেঘনা ও তেঁতুলিয়া নদীর জেলেদের বিকল্প কর্ম-সংস্থানের মাধ্যমে সহায়তা ও বিভিন্ন কর্মসুচী গ্রহন লক্ষে ইলিশ রক্ষায় সকল পেশার জনগন যে দায়িত্ব পালন করেছেন তার জন্য দৌলতখান সহ- ব্যবস্থাপনা কমিটির আনন্দ ও জাটকা রক্ষা করে ও অবৈধ জাল পরিহার করে বৈধ জাল ব্যবহার করে নদীর জীববৈচিত্র্য রক্ষা ইলিশ অাহরন করার লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলা হল রুমে কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের আয়োজনে দৌলতখান উপজেলার অর্ধ শতাধিক পুরুষ ও নারী সকল পেশার লোকদের নিয়ে দিনব্যাপী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব মোঃ মনজুর অালম খান বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ অাসাদুজ্জামান,দৌলতখান পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃসিদ্দিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান অাইনুন নাহার বিনু, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম নবী নবু সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃজি,এসে, ভুট্টু তালুকদার, হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান টিপু, জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন লিটন, কোস্ট গার্ড প্রতিনিধি, অাফতাব উদ্দিন,দৌলতখান থানার প্রতিনিধি, এসআইমোঃ মাইলুন হোসেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ জিয়াউল হক,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃমোরশেদ হাসনাত,
ভোলার ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের রিসার্স এ্যাসোসিয়েড অংকুর মোহাম্মদ ইমতিয়াজ জামান, অাড়ৎদার মোঃ হাসান,অাব্দুল খালেক ও মাওলানা মোঃ ইব্রাহিম খলিল সহ প্রমূখ,সহ
বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্টের সহ- সমন্বয়কারি ( টি,এস) মোঃসোহেল মাহমুদ সার্বিক সহযোগিতায় ইকোফিশ প্রকল্প, কোস্ট ট্রাস্টের সবুজ চন্দ্র,মাহমুদুল হক,হাসনাইন,অাল অামিন।
এসময় প্রধান অতিথি বলেন, ভোলার জেলেরা এখন অনেক সচেতন হয়েছে। তারা কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্প থেকে প্রশিক্ষণ ও বিভিন্ন ধরণের সহযোগিতা নিয়ে বিকল্প কর্ম সংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করছে।

SHARE