সরকার আবার কে? আমার খালে আমি বাড়ি বানিয়েছি-ভোলায় মেম্বারের হুংকার।

মিলি সিকদার,ভোলা:
থেমে নেই দখলের মহাউৎসব এবার সরকারী খাল দখল করে বাড়ী বানালেন চাঁদপুর ০৭নং ওয়ার্ডের মেম্বার রফিক। ভোলা তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর এবং সম্ভুপুর এর উপর দিয়ে প্রভাহিত আড়ালিয়া খালের মধ্যে স্থানিয় প্রভাবশালী ইউপি সদস্য রফিক মেম্বার অবৈধ পন্থায় খাল দখল করে পাকা বাড়ী বানিয়েছেন। তজুমদ্দিন উপজেলার সরকারী খালগুলো দখল আর দূষনে হারিয়ে যেতে বসেছে, কিন্তু প্রসাশনের সু-দৃষ্টি নেই। খাল দখলবাজদের থাবায় দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে অভিযোগ করে নুরনবী বলেন, এই জমির খাজনা দেই আমি মালিকানা খতিয়ান ভুক্ত ৬৮৮নং আড়ালিয়া আমি খরিদ করেছি। তবে সরকারী কাজে ব্যবহৃত হলে আমার কোন আপত্তি নেই। উপজেলা নির্বাহি কর্মকর্তকে অবগত করলে তিনি বলেন আমি এটি তদন্ত করে দেখছি। তবে ঘটনা সত্যি হলে নিশ্চই ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ কর্মিরা মেম্বারের সাথে কথা বললে তিনি বলেন এটি আমার খরিদকৃত জমি। আমি এটি দিলিপ হাওলাদার, সুবাস হাওলাদার, মৃত: বশার মাওলানার কাছ থেকে খরিদ করেছি। সরকার আমার মালিকানা জমির উপর দিয়ে খাল খনন করেছে। এটি নিয়ে আমি সরকারকে চেলেঞ্জ করতে পারব।

SHARE