লালমোহনে রিমনের জয়, তারুন্যের জয় এমপি শাওনের জয়

মিলি শিকদারঃ
লালমোহনে অবাদ নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন তরুন যুব নেতা আবুল হাসান রিমন। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি তার চেয়ে ১৬ হাজারের চেয়েও বেশি ভোট কম পেয়েছেন। রিমনের জয়কে সাংবাদিকরা লালমোহন বাসির জয় মনে করছেন। সাথে সাথে তরুনদের রাজনিতিতে এগিয়ে আনার সিড়ি খুলে দেয়ার প্রধান মন্ত্রীর লক্ষ উদ্যেশ্য বাস্তবায়নে এমপি শাওনের বিজয় হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লষকরা।
গতকাল অনুষ্ঠিত ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ হাজার ৪ শত ১৬ ভোট পেয়ে বেসকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৩ শত ৬৬ ভোট।
তালা পতীকের প্রার্থী আবুল হাসান রিমন পেয়েছে ২৮ হাজার ৬ শত ৭৫ ভোট। । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উরোজাহাজ প্রতীকের প্রার্থী ফকরুল আলোম হাওলাদার পেয়েছে ১৬ হাজার ১১ ভোট। হাস পতীকের প্রার্থী মাছুমা বেগম পেয়েছে ২২ হাজার ১ শত ৩৪ ভোট — তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকের প্রার্থী ইয়াছমিন আফরোজ শিখা পেয়েছে ২১হাজার ১ শত ১৭ ভোট । উপজেলা সহকারী রির্টাণিং অফিসার আমীর খসরু গাজী উপজেলার মোট ৮০টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন ।

SHARE