চরফ্যাশনে কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত আহত ৩০

বিশেষ প্রতিনিধিঃ
চরফ্যাশন উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ভোলার চরফ্যাশ৫ শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। ঘর চাঁপায় অন্তত পক্ষে ৩০ জন লোক আহত হয়েছে। গতকাল সকালে ভোলার উপর দিয়ে হঠাৎ এ কালবৈশাখী ঝড় বয়ে যায়। আহতদের মধ্যে মালেকা বেগম ও হালিমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। চরফ্যাশন উপজেলার রসুলপুর, জাহানপুর, চরমানিকা ইউনিয়নে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম প-িত জানান, কাল বৈশাখী ঝড়ে রসুলপুর ইউনিয়নের প্রায় ২শ’ ৫০ ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। ঘরের চাঁপায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে গুরুত্বর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন জানান, ঝড়ের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিসংখ্যান নিরুপন করে তাদেরকে সহযোগিতা করা হবে।

SHARE