লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ড

বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মঙ্গলবার ভোররাতে দাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে বাজারে মুদি দোকান, কাপড়ের দোকান, সেলুনসহ ছোট-বড় ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে সেটা নিশ্চিত হওয়ায় যায়নি।
আগুনে পুড়ে গেছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান বলেও দাবি করেন তিনি।

SHARE