লক্ষে অবিচল ছিলেন বলে বঙ্গবন্ধু আজ শতাব্দি সংস্কারক– শফিকুল ইসলাম

জামিল হোসেনঃ
লক্ষ এক ও অভিন্ন থাকলে মানুষ যেকোন ধরনের অর্জন করতে সক্ষম, আর এই একটি কারনেই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে একজন শতাব্দি সংস্কারকে পরিনত হয়েছেন বিশেষ অতিথীর বক্তব্যে কলেজে গভর্নিং বডির অন্যতম সিনিয়র সদস্য জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ভোলা চেম্বার অব কমার্স এর ডিরেক্টর জনাব সফিকুল ইসলাম এ কথা বলেন। তিনি সকল ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার জন্য আহব্বান জানান।
সোমবার বংলাবাজার ফাতেমা খানম কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব কামাল হোসেন, অন্যআন্যের মধ্যে বিশেষ অতিথী গভর্নিং বডির সদস্য দঃ দিঘলদি আওয়ামীলীগের সাধারণ সম্পাক জনাব কামাল হোসেন দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জনাব জাকির হোসেন কলেজের সিনিয়র শিক্ষক জনাব আবুল বাশার, জনাব সুশান্ত কুমার মন্ডল,জনাব হাওলাদার মাকসুদ প্রমুখ। সভাপতিত্ব করেণ কলেজ অধ্যক্ষ জনাব আবুল কাসেম।

SHARE