বোরহানউদ্দিনে প্রাইমারী সহকারী শিক্ষকদের মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধি,

প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেড এর দাবিতে বোরহানউদ্দিন উপজেলার প্রাইমারী সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা শহীদ মিনার চত্বরে ‘‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ১১তম গ্রেড চাই’’ স্লোগান কে সামনে রেখে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আবু তছলিম, মাহাবুবুর রহমান, মো: হোসেন হাওলাদার, মো: ফিরোজ আলম, মো: মোস্তাফিজুর রহমান, তৌহিদুর রহমান সুমন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ২০১৮ সালে ঢাকা প্রেস ক্লাবের সামনে আমাদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে অবস্থান গ্রহণ করলে তৎকালীন শিক্ষা মন্ত্রী আমাদের দাবী পূরনের আশ্বাস দিলে তখন আমাদের অবস্থান প্রত্যাহার করি। তাই আমাদের ন্যায্য দাবী এবং শিক্ষামন্ত্রী’র ঘোষনার দ্রুত বাস্তবায়ন চাই।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি প্রেরণ করেন শিক্ষক নেতারা।

(আরজে,১৫মার্চ-২০১৯ইং)

SHARE