ভোলায় জাতীয় ভোট দিবস পালিত

ডেস্ক: ভোলানিউজ.কম,

ভোটার হবো, ভোট দেবো, এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ভোলায় ভোট দিবস-২০১৯ইং উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার (১মার্চ) সকালে ভোলা জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামেন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন, স্থানীয় শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সেলিম রেজা, ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আজিজুল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ দেলাওয়ার হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোকাম্মেল হক মিলনসহ বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বলেন, ১৮ বৎসর পূর্ন হওয়া সকল ছেলে মেয়েকে ভোটার হয়ে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে। সকল নির্বাচনে স্বচ্ছভাবে ভোটারদের ভোট দেওয়ার প্রত্যাশা দিতে হবে।

(আরজে, ১মার্চ-২০১৯ইং)

SHARE