কোন অপরাধী রক্ষা পাবে না : ভোলায় এসপি মোকতার

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

নানা আয়োজনে আর উৎসব মুখর পরিবেশে ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্মরণ সভা- ২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১মার্চ) সকালে ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনের ড্রিলসেড মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন পিএিম সেবা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, গ্রেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল অফিসার ল্যাফটেন্ট মঈন উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, এনএসআই জেলা কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, চেম্বার অব কমার্সের পরিচালক শকিুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, অধ্যক্ষ সাফিয়া খাতুন, অধ্যক্ষ দুলাল চন্দ্র, গৌরাঙ্গ চন্দ্র দে, অভিনাশন নন্দিসহ জেলা পুলিশের সকল কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা এর দক্ষতার ভুয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ পুলিশ দেশের জঙ্গী দমনে কঠোর ভূমিকা পালন করেছে। পুলিশ সদস্য দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন রাত কাজ করে যাচ্ছে। জন মানুষের নিরাপত্তার জন্য পুলিশ সদস্য জীবনের ঝুঁকি নিয়ে থাকে। এসময় অনেক পুলিশ সদস্য মারা গেছে।

জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, মাদক দমনে কোন আপোষ নেই। ভোলা জেলা পুলিশের কোন সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে তার চাকরী থাকবে না। পুলিশের সেবা গ্রহন করতে এসে যদি কোন মানুষ হয়রানির শিকার হয় সাথে সাথে আমাকে জানাবেন কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ জণগনের বন্ধু, পুলিশ মানুষকে সেবা দেয়ার জন্যই নিয়োজিত। জঙ্গি,সন্ত্রাস, ইভটিজিং, চাদাঁবাজ, মাদক দমনে ভোলা জেলা পুলিশ জিরোট্রলারেন্স। অনৈকিকাজের সাথে জড়িতদরে কোনভাবেই ছাড় দেয়া হবে না।

মেমোরিয়াল ডে উপলক্ষে দায়িত্বরত অবস্থা ভোলা জেলার নিহত ৬ জন পুলিশ সদস্যের পরিবারকে সনদ ও উপহার প্রদান করা হয়।

(আরজে, ১মার্চ-২০১৯েইং)

SHARE