ভোলায় জেলা ৫ম কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি,

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেলা ৫ম স্কাউট কাব ক্যাম্পুরী-২০১৯ইং এর শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ফেব্রুয়ারী) সকালে ভোলা জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা কাব ক্যাম্পুরীর সভাপতি মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মীর মোহাম্মাদ সাফিন, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখীল চন্দ্র হালদার, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, অধ্যক্ষ সাফিয়া খাতুন, অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমূখ।

জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মীর সাফিন, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম, অধ্যক্ষ সাফিয়া খাতুন, অধ্যক্ষ রফিকুল ইসলাম।

উক্ত কাব ক্যাম্পুরীতে ভোলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

(আরজে,২৭ফেব্রু-২০১৯ইং)

SHARE