শিক্ষাবিদ শওকাত হোসেনের ৬৫ তম জন্মদিনে ভোলা নিউজের শুভেচ্ছা

মনজু ইসলামঃ
আজ ভোলার একজন গুনী মানুষের জন্ম দিন। কেউ এই মানুষটির খবর না রাখলেও এই মানুষটি নিয়মিতই খবর রাখেন ভোলার সব কিছুর। ভোলার শিক্ষা ব্যবস্থার খবর তো তাকে রাখতেই হবে কেননা এই মানুষটি ভোলার হাফ ডজন কলেজের প্রতিষ্ঠাতা। এই শিক্ষাবিদ নিয়মিত খবর রাখেন ভোলার সাস্থ্য ব্যবস্থারও। তাও না হয় নাটাবের সভাপতি হিসেবে নিতে তিনি বাধ্য। প্রতিবন্ধিদের খবর তো রাখতেই হবে কেননা তিনি ভোলার প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তুলতে নিরোলস কাজ করে যাচ্ছেন একটি প্রতিবন্ধী স্কুলের হয়ে। ভোলার শেষ প্রান্তের কোন মানুষটির লাশ বেওয়ারিশ হিসেবে নদীতে ভাসছে বা রাস্তার পাশে পরে রয়েছে তার কবর দেয়াসহ সব খবর রাখতে হয় এই মানুষটি। তা না হয় আঞ্জুমানের সভাপতি হিসেবেও নিতেই হবে। ভোলার আর্থসামাজিক উন্নয়নসহ এমন কোন খবর নেই যে তার জানা নেই। শুধুই কি খবর, প্রতিটি দায়িত্ব রুটিনমাফিক গত ৪৫ ধরে নিয়মিত পালন করে আসছেন এই মানুষটি। ৪৫ বছর বললাম এ কারনে বুদ্ধি হওয়ার পর থেকেই ভোলার সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন এই মানুষটি। আজ ভোলার সকলের চেনা সবার প্রিয় লেখক সাহিত্যিক শওকাত হোসেনের ৬৫ তম জন্মদিন। ভোলা নিউজ পরিবারের পক্ষ থেকে এই মহান মানুষটির নেক হায়াত কামনা করছি।
ভোলার প্রথম দৈনিক আজকের ভোলার সম্পাদক অধ্যক্ষ শওকাত হোসেন তার ৬১ বছরে পা দেয়া নিয়ে ফেইসবুকে একটি স্টাটাস দিয়েছেন যা ভোলা নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরলাম–

“আজ আমার জন্মদিন। যদিও সনদপত্র অনুযায়ী আমার হাই স্কুল শিক্ষকদের কল্যাণে ৩১ ডিসেম্বর ১৯৫৮ জন্মদিন দেখানো হয়েছে । কিন্তু প্রকৃতপক্ষে ৫৯ সালের ২১ ফেব্রুয়ারি আমার জন্মদিন । সেই হিসাবে ৬০ বছর পেরিয়ে আজ ৬১ বছরে পা দিয়েছি। ইসলাম ধর্মে ঘটা করে জন্মদিন পালন করা নিয়ে বিতর্ক রয়েছে। তবে প্রতিটি জন্মদিন আমাদেরকে ‘মৃত্যু এগিয়ে আসছে’ এই সংবাদটি স্মরণ করিয়ে দেয়। এই হিসেবে এর গুরুত্ব অস্বীকার করা যায় না আজকের জন্মদিনে আমি আমার মা কে জানাচ্ছি আমার সকল শ্রদ্ধা ও সালাম। আমার সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন এবং সকল শুভানুধ্যায়ীদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই দোয়া করবেন বাকি দিনগুলো যেন সুস্বাস্থ্য নিয়ে সততা ও ধর্মের পথে চলতে পারি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন ঈমান ও ইহসানের সঙ্গে থাকতে পারি, সকলের কাছে এই দোয়া কামনা করছি।”

SHARE