সৌদি হচ্ছে পারমানবিক রাষ্ট্রের অদৃশ্য মালিক

আমাদের বিশেষ প্রতিনিধি জিনান মাহমুদের মুল্যয়নঃ

যখন ভারতে শোকের ছাঁয়া তখন পাকিস্তানে উৎসব চলছে।
পৃথিবীর অন্যতম রাষ্ট্র নায়ক পা রাখছেন পাকিস্তানে। পাকিস্তানের প্রধান প্রধান সড়কগুলো সেজেছে নানা রঙে। পাকিস্তানে সর্বোচ্ছ নিরাপত্তা প্রহরার মধ্যেও সেদেশের নারী পুরুষ সৌদি যুবরাজকে এক নজর দেখতে রাস্তায় ভীড় করেছেন।

প্রথমে পা রেখেছে যুবরাজের বিশেষ নিরাপত্তা বাহিনীর বিমানটি। তারপর পররাষ্ট্রমন্ত্রী আদেল যুবায়েরের ও সৌদি ব্যাবসায়ীদের বিমান। অল্প কিছুক্ষণের মধ্যে বিশ্ব মুসলিমের প্রিয় নেতা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বীন সালমানের বিমান পাকিস্তানের মাটিতে পা রাখবে।

পাকিস্তানের বিশেষ গোয়েন্দা সংস্খা সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা যুবরাজের বৈঠকের স্থানগুলো নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, যুবরাজের এই সফরে পাকিস্তানের সাথে সৌদির বিগত কয়েক যুগের মধ্যে সবচেয়ে বড় অংকের অর্থিক চুক্তি হতে যাচ্ছে।

এই চুক্তি হলে আর্থিক সংকট কাটিয়ে পাকিস্তান শক্ত পায়ে দাঁড়াবে। পাশা পাশি সীমান্তে ভারতকে সহায়তা করা ইরানীদের উপর পাকিস্তানের অবস্থান শক্ত হবে,এবং ভারতের মদদপুষ্ট আফগানীদের পাকিস্তানের পকেটে নিতে সহজ হবে। আর সৌদি হবে পারমানবিক রাষ্ট্রের অদৃশ্য মালিক।

SHARE