ভোলা নিউজে সংবাদ প্রকাশে বোরহানউদ্দিনে ভেঙ্গে যাওয়া কালভার্ট ফের নির্মান

মিলি সিকদার, বোরহানউদ্দিনঃ

ভোলা নিউজ ডট কমে সংবাদ প্রকাশের পর ভোলার বোরহান উদ্দিনের নির্মানের পর ভেঙ্গে যাওয়া ব্রিজগুলো ফের নতৃন করে নির্মান করলেন ঠিকাদার। এলাকার সবমানুষ জানলেও উপজেলা নির্বাহী প্রকৌশলী জানেন ই না কালভার্ট পূর্ন নির্মানের ব্যাপারটি।

টবগী ০৩ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির সড়কের নতুন কালভার্ট ২১ দিনের মাথায় ভেঙ্গে যাওয়ার পর পূর্ন নির্মান করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে ছরিয়ে পরায় ভেঙ্গে যাওয়া কালভার্টটি পুর্ণরায় নির্মান করেন মের্সাস জেরিন এন্ড কোম্পানির কামাল ও তার পাটর্নার। উল্লেখ্য ভোলার বোরহানউদ্দিনে উপজেলায় টবগী ৩ নং ওয়ার্ডে হাওলাদার বাড়ির সড়কে গত ১ ফেব্রুয়ারি বিকেলে নতুন কালভার্ট ভেঙ্গে প্রায় ২৪ ঘন্টা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। অভিযোগে স্থানীয়দের দাবী ভেঙ্গে যাওয়া কালভার্টটির লাইসেন্স পেয়েছে মেসার্স জেরিন এন্ড কোম্পানির কামাল ও তার পাটর্নার। স্থানীয়রা প্রতিবাদ করলেও কোন কাজে আসেনি । স্থানীয় সাধারণ মানুষ সিরাজ, মিজানুর রহমান জানায়, আমাদের হাওলাদার বাড়ির সামনে নতুন একটি কালভার্ট নির্মান করেছে কিন্তু কালভাটটি নিন্ম মানের সামগ্রী দিয়ে তৈরী করায় ২১ দিনের মাথায় ভেঙ্গে যায়, পরে সাংবাদিকরা নিউজ করায় কালভাটটি আবার ভেঙ্গে পূর্ন নির্মান করেছে। আমাদের এলাকায় কালভার্টটি নতুন করে নির্মান করায় আমরা খুশি। তবে বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলিকে ১২ জানুয়ারী কালভার্টটির নিন্ম মানের সামগ্রী দিয়ে কাজ চলমান থাকায় তাকে অবহিত করা হয়। তিনি কোন ব্যাবস্থা গ্রহন করেননি। ০১ ফেব্রুয়ারী কালভাটটি ভেঙ্গেযাওয়ার পর তাকে আবার জানালে তিনি বলেন, বিষয়টি আমি দেখব। কালভাটটি পূর্নরায় ০৭ ফেব্রুয়ারী নির্মান কাজ শেষ করার পর তাকে আবার জানালে তিনি বলেন, ওই স্থানে কোন কালভাট ভাঙ্গেনি। তবে স্থানীয়রা জানান, সাংবাদিকরা সংবাদ প্রকাশের পর ভাঙ্গা কালভার্টটি পূর্নরায় নির্মান করেছে। এ ঘটনায় স্থানীয়রা বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর দৃষ্টি কামনা করেছেন।

SHARE