চ্যানেল আই’র ভোলায় প্রকৃতি মেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ভোলানিউজ.কম,

‘‘সুন্দর প্রকৃতিতে-গড়ি সুস্থ জীবন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ফেব্রুয়ারী) সকালে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ভোলা প্রেসক্লাব থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শওকত হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, সাংবাদিক মোকাম্মেল হক মিলন চ্যানেল আই’র ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ, ৭১ টিভির ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম, চ্যানেল ২৪ এর আদিল হোসেন তপু, ইকরামুল আলম, নতুনসময় টিভির আল-আমিন তাওহীদ, বাংলা টিভির জুয়েল সাহা, এসটিভি বাংলার আরিফ হোসেন লিটন, এশিয়ান টিভির অনিক, শিক্ষীকা শ্যামলী আক্তার, বাংলারকণ্ঠর এম শরীফ প্রমূখ।

(আরজে, ৮ফেব্রু-২০১৯ইং)

SHARE