বোরহানউদ্দিনে ২১ দিনের মাথায় কালভার্ট ভেঙ্গে গেল,

মিলি সিকদার, ভোলানিউজ.কম,

ভোলা বোরহানউদ্দিনে উপজেলায় টবগী ৩ নং ওয়ার্ডে গত বুধবার বিকেলে হাওলাদার বাড়ি সড়কের নতুন কালভার্ট ভেঙ্গে প্রায় ২৪ ঘন্টা যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। অভিযোগে স্থানীয়দের দাবী ভেঙ্গে যাওয়া কালভার্টটির লাইসেন্স পেয়েছে মেসার্স জেরিন এন্ড কোম্পানির কামাল ও তার পাটর্নার কিশোর । কামালকে ফোনে পাওয়া যায় নি। কিশোরকে ফোনে পাওয়া গেলে তিনি বলেন নির্বাচনী কাজে ব্যস্থ থাকায় কাজে সময় দিতে পারিনি। আপনার এতো পেচপেচের দরকার নাই ইঞ্জিনিয়িার ঠিক করে দিবে।

সরেজমিনে গিয়ে দেখা যায় বুধবার বিকেলে বালিভাহী ট্রলি সেখানে রাস্থায় কাজের জন্য মালামাল বহন করে গন্তব্য পৌছানোর আগে হাওলাদার বাড়ির রাস্তায় কালভার্টটি পাড় হওয়ার সময় কালভার্ট টি ভেঙ্গে ট্রলি আটকে পরে। শ্রমিক রা ট্রলিতুলে ফেললেও ১২ ঘন্টা উক্ত সড়কে যানবাহন চলাচলে বিঘœ ঘটে। এলাকাবাসী জানায় প্রকল্প গুলো বাস্তবায়নের সময় নিন্ম মানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয়রা প্রতিবাদ করলেও কোন কাজে০ আসে নি। রাতের আধারে করা হয় সেখানে ঢালাই এর কাজ।

অভিযোগ করে সালাউদ্দিন (৩৫) বলেন, মাত্র একুশ দিন হয়েছে এই কালভার্ট এর কাজ তাদের মালবাহী গাড়ি পার হওয়ার সময় ভেঙ্গে পড়ছে। আমরা মেম্বার চেয়ারম্যানকে বহুবার বিষয়টি জানাইছি। শাহজান (৪০) নামের এক ব্যক্তি জানায়, রাস্তার পাশে যে ফাইলিং গুলো করছে তা রাস্তা লেভেল না করলে পানি চাপে রাস্তা ভেঙ্গে যাবে তিনি আরো বলেন, আমাদের এত দিন পরে রাস্তা হচ্ছে কালভার্ট হচ্ছে ভালো না হলে কয়দিনের মধ্যে ভেঙ্গে গেছে তাহলে আগে যেমন ছিলাম এখনো তেমন ভাবেই থাকেত চাই। মিজানুর (২৫) বলেন, ব্রিজ করছে তা ভেঙ্গে গেছে এক টন মালের ভারে। মেম্বার চেয়ারম্যান আসলে ইজ্ঞিনিয়ার মোঃ আহাদুদ জামান বলে কাজ ভালো করব কিন্তু তাও কাজ ভালো হলো না। তাদেরকে একাদিক বার বলছি সিমেন্ট বাড়িয়ে দেন আমাদের কথা শুনলে আজ কালভার্টটি ভেঙ্গে পড়ত না। বোরহানউদ্দিনে থানা ইজ্ঞিনিয়ার বলেন, আচ্ছা আমি এটা দেখব আমি লোক পাঠাচ্ছি আপনার ঐ অভিযোগ যদি সত্য হয় কন্টেকটারকে চিঠি দিতে হবে। ঠিকাদার কামাল ও কিশোররের অনিয়ম এখানেই শেষ নয় । প্রিয় পাঠক তাদের সকল অনিয়মের অভিযোগ তুলে ধরব আপনাদের কাছে।

(আরজে,১ফে-২০১৯ইং)

SHARE