নৌকার মাঝি ১৯ নারী

ডেস্ক: ভোলানিউজ.কম,

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৩০ আসনের প্রাথমিক তালিকা গতকাল প্রকাশ করে দলটি। বাকি আসনগুলো মহাজোটের শরিকদের ছাড়ার পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় দলীয়প্রধানসহ স্থান পেয়েছেন ১৯ নারী।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচন করবেন দুটি গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া তার পৈতৃক বাড়ি। আর রংপুরের পীরগঞ্জ শ্বশুরবাড়ি।

এ ছাড়া নারী প্রার্থীদের মধ্যে কক্সবাজার-৪ আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদির পরিবর্তে তার স্ত্রী শাহীনা আক্তার মনোনয়ন পেয়েছেন। ঢাকা-১৮ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী সাহারা খাতুন। শেরপুর-২ আসন থেকে এবারও লড়বেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ ছাড়া চাঁদপুর-৩ আসনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, বাগেরহাট-৩ আসনে হাবিবুন্নাহার, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত দলীয় মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া নারী প্রার্থীদের মধ্যে মুন্নুুজান সুফিয়ান খুলনা-৩, জেবুন্নেছা আফরোজ বরিশাল-৫, সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সীগঞ্জ-২, মেহের আফরোজ চুমকি গাজীপুর-৫, আয়েশা ফেরদৌস নোয়াখালী-৬, মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২, বেগম রেবেকা মোমিন নেত্রকোনা-৪, মমতাজ বেগম মানিকগঞ্জ-২, সিমিন হোসেন রিমি গাজীপুর-৪, সেলিনা আহম্মেদ মেরি কুমিল্লা-২, বেগম আয়েশা ফেরদাউস নোয়াখালী-৬ আসনে নৌকা প্রতীকে লড়বেন।

এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিল চার হাজার ২৩ জন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৩৪৬ জন।

(আল-আমিন এম তাওহীদ, ২৫নভেম্ববর-২০১৮ইং)

SHARE